জামালপুরে চর থেকে যুবকের মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের নাওভাঙা চর থেকে ওয়াসিম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ জানিয়ারি সকালে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ওয়াসিম জামালপুর শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ৫ সন্তানের জননীকে বিয়ে করে বাড়ি ছেড়ে নাওভাঙা চরের বিল্লাল মীরের বাসায় ভাড়া থাকতেন। অটোরিকশা চালিয়ে সংসারের খরচ যোগাতেন। স্থানীয় সূত্র জানায়, গেল কোরবানি ঈদের ২০ দিন আগে ৫ সন্তানের জননীকে বিয়ে করেন ওয়াসিম। এ নিয়ে পরিবারের মধ্যে কলহ দেখা দেয়। ওয়াসিম বাড়ি ছেড়ে স্ত্রীকে নিয়ে নাওভাঙা চরের বিল্লাল মীরের বাসায় ভাড়া থাকতেন। তিনি শনিবার রাত ১২ টার দিকে অটোরিকশা গ্যারেজ করে বাসায় যান। রাত ৩ টার তার স্ত্রীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। ওয়াসিমের পরিবার পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল ইসলাম খান জানান, ‘মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্ট্রোক করে মারা গেছে ওই যুবক। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ Related posts:জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ডিআইজি আনিসুর রহমান শ্রদ্ধাঞ্জলিচট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধখুলনায় বৃষ্টির জন্য নামাজ আদায় Post Views: ৪৩৬ SHARES সারা বাংলা বিষয়: