জামালপুরে পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ জামালপুর প্রতিনিধি : পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনে জামালপুরের ৪টি পৌরসভা মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। জামালপুরের ৪টি পৌরসভার মধ্যে জামালপুর, মাদারগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ রয়েছে। জামালপুর সদরে ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া কবির, ইসলামপুরে মো. আব্দুল কাদের সেখ ও দেওয়ানগঞ্জে মিসেস ফারিন হোসেন দিদার পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন নৌকা প্রতীক। শনিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভায় তারা মনোনয়ন পান। নৌকা প্রতীকে ভোটযুদ্ধে অংশ নেয়া মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মির্জা গোলাম কিবরিয়া কবির মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য, মো. আব্দুল কাদের সেখ ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মিসেস ফারীন হোসেন দিদার দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। Related posts:১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা : নৌ প্রতিমন্ত্রীসিলেটে হু হু করে বাড়ছে নদীর পানি, তৃতীয় দফা বন্যার আশঙ্কাজামালপুরে গৃহহীনদের মাঝে গৃহঋণ বিতরণ Post Views: ২৫৩ SHARES সারা বাংলা বিষয়: