ঝিনাইগাতীতে সবজি (শিম) বাগান কেটে দিলো দুস্কৃতিকারীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় ভোর রাতে স্থানীয় চাষীর ফুলে-ফলে সুসজ্জিত সবজি বাগানের সম্পূর্ণ শিম গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। এতে তার প্রায় দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন। স্থানীয়রা বলেন, ২১ জানুয়ারী বৃহস্পতিবার ভোর রাতে স্থানীয় চাষী মফিজুল ইসলাম ২৫ শতক জমিতে সবজি বাগানের সম্পূর্ণ শিম গাছ কেটে দেয় দুস্কৃতিকারীরা। এমন চিত্র দেখলে পাষাণের চোখেও জল এসে যাবে। এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সকার ১০টায় এলাকাবাসী ভিড় জমায় ওই বাগানে। ধারনা করা হয় এতে ক্ষতি হয়েছে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা। সঠিক তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবীও জানান এলাকাবাসী। নিজস্ব পুঁজি না থাকায় ঋণ করে এবং সুদে টাকা এনে চাষী মফিজুল ইসলাম ২৫ শতক জমিতে সবজির মৌসুমে শিম চাষ করেন। বাগানে উৎপাদিত সবজি (শিম) বিক্রি করে দেনা পরিশোধ ও লভ্যাংশ দিয়ে সংসার চালানোর কথা তার। কিন্তু ভোর রাতে এসব সবজি (শিম) গাছ কেটে ফেলায় নিঃস্ব হয়ে পড়েন চাষী মফিজুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, গোমড়া গ্রামের কৃষক (চাষী) মফিজুল ইসলামের সাথে একই এলাকার রজব আলীগংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরে উল্লেখিত রজব আলী বৃহস্পতিবার ভোর রাতে উক্ত জমিতে রূপিত সবজি (শিম) গাছ কেটে ফেলে। এ ব্যাপারে মফিজুল ইসলাম বাদী হয়ে রজব আলী, জামাল উদ্দিন, আবু রায়হান, আঃ গফুর, মালেকা বেগম ও ফাতেমা বেগমসহ ৬ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঝিনাইগাতী থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার-১নালিতাবাড়ীতে বিষপানে যুবকের আত্মহত্যাশ্রীবরদীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ Post Views: ৪৯৪ SHARES শেরপুর বিষয়: