নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে হামিদুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের নিজ ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক স্থানীয় আলী হোসেনের ছেলে। জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে তার থাকার ঘরে ঘুমাতে যায় হামিদুল। রাতের কোন এক সময় ওই ঘরের আড়ার (ধন্নার) সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এদিকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে হামিদুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। হামিদুলের বাবা আলী হোসেন জানান, হামিদুলকে বিয়ে করানো হয়েছিল। তার স্ত্রীর সাথে বনাবনি না হওয়ায় দুই বছর আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপর থেকেই হামিদুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। মিনহাজ নামে তার একজন চার বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) ওয়াহেদ জানান, হামিদুলের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারনে হামিদুল আত্মহত্যা করেছে। তার পরিবারের পক্ষ থেকে কোন প্রকার আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফন ও একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। Related posts:শ্রীবরদীতে আইএফ আইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধননালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে নিহত ১ঈদুল আযহা উপলক্ষ্যে ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ Post Views: ৩৩৩ SHARES শেরপুর বিষয়: