বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব হলেন শেরপুরের আবদুল মজিদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিলেন যুগ্ম মহাসচিব শেরপুরের কৃতি সন্তান আবদুল মজিদ। ২৮ জানুয়ারি বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। জানা যায়, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই পদে যোগ দিতে ২৭ জানুয়ারি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে ২৬ জানুয়ারি শাবান মাহমুদ বিষয়টি বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালকে লিখিতভাবে অবহিত করেছেন। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার এক অফিস নোটিশে ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন মোল্লা জালাল। এদিকে ২৯ জানুয়ারি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা শেরপুরের সন্তান আবদুল মজিদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক ছিলেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সাংবাদদাতা সমিতি’-ডিক্যাব’ এর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া পেশাগত দিক থেকে দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে কূটনীতি বিষয়ক সাংবাদিকতার পাশাপাশি আবদুল মজিদ প্রতিষ্ঠা করেন দেশের সর্বপ্রথম কূটনীতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল দি ঢাকা ডিপ্লোম্যাট। বর্তমানে নিউজ পোর্টালটি সম্পাদনা করছেন তিনি। Related posts:ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধাকে খাদ্যসামগ্রী কিনে দিলেন ইউএনও ফারুক আল মাসুদশেরপুরে আন্তঃজেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের শাখা কমিটি বাতিলের দাবিতে সমাবেশশ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর, আহত ১ Post Views: ২৮০ SHARES শেরপুর বিষয়: