ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কৃত হলেন ওসি ফায়েজুর রহমান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ হারুন অর রশিদ দুদু : আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর-ডিসেম্বর/২০২০ মাসের কার্যক্রমের মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান। এ উপলক্ষে ২০ জানুয়ারী বুধবার সকালে তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়াঁ, শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী। ২০ জানুয়ারী বুধবার বিকেলে মুঠোফোনে এ প্রতিনিধির সাথে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান জানান, যে কোন কাজের স্বীকৃতি মানুষকে আরও ভাল কিছু করার জন্য অনুপ্রাণিত করে। আমি মনে করি এ কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার তারা- যাদের নিয়ে এবং যাদের মাঝে আমি কাজ করি। সেইসাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (বিপিএম)সহ রেঞ্জের অন্যান্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি। ওসি ফায়েজুর রহমান সমাজে একজন দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা হিসেবে সমাদৃত। Related posts:শ্রীবরদীতে মহান বিজয় দিবস উদযাপননকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধননকলায় জাতীয় শিক্ষক দিবস পালিত Post Views: ৪০৯ SHARES শেরপুর বিষয়: