শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ৪ জানুয়ারি সোমবার দুপুরে চলন্ত ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পড়ে হিরামন চিরান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। উপজেলার সীমান্ত সড়কের মায়ের মাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হিরামন চিরান উপজেলার খারামোরা গ্রামের হিরো রেমার মেয়ে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ের উদ্যোগে বিতরণকৃত শীতবস্ত্র নেওয়ার জন্যে হিরামন চিরান নানী হেলেনা চিরানের সাথে বাড়ি থেকে বাবেলাকোনায় যাচ্ছিল। ওইসময় মায়ের মাজার এলাকায় চলন্ত ইজিবাইক থেকে নানি হেলেনা চিরান ও হিরামন চিরান সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওইসময় দায়িত্বরত চিকিৎসক হিরামন চিরানকে মৃত ঘোষণা করেন। তার নানি হেলেনা চিরানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই সআই সাইফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। Related posts:নালিতাবাড়ীতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গানুষ্ঠান অনুষ্ঠিতঝিনাইগাতীর মসজিদ রোডে সামান্য বৃষ্টিতে আর জমবে না হাঁটু পানিপৌর নির্বাচন : নকলায় মেয়র পদে ৫ প্রার্থী ও নালিতাবাড়ীতে ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Post Views: ২৮৫ SHARES শেরপুর বিষয়: