শেরপুরে ইমাম, খাদেম, পুরোহিত, সেবায়েত ও যাজকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম, খাদেম, পুরোহিত, সেবায়েত এবং যাজকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে বিভিন্ন মসজিদের ইমাম ও খাদেম, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবায়েত, গীর্জার যাজকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, দেশ ও জাতির শান্তি কামনা করে এক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ছারওয়ার জাহান।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান, সহকারি কমিশানর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন, শেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, বিভিন্ন মসজিদের ইমাম ও খাদেম, বিভিন্ন মন্দিবের পুরোহিত ও সেবায়েত, গীর্জার যাজকসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।