শেরপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের নবীনগর মহল্লায় রোয়া বিলের জমিতে নবীনগর মেলা উদযাপন কমিটির উদ্যোগে ওই পৌষ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার, মুড়কি-মুড়ি, মোওয়া, নিমকি, গজা, কলাই, বাদাম কটকটি, তিলের খাজা এবং প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা ও নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি গৃহস্থালির বিভিন্ন পণ্যের পসরা বসে। শেরপুর টাউনসহ এর আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। তবে করোনা মহামারীর সময়েও অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। ওই পৌষ মেলায় ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি বা কুস্তি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ারসহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে মেলা উদযাপন কমিটি’র পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে মেলাকে ঘিরে শেরপুর টাউনের নবীনগরসহ আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীনগরের এ পৌষ মেলা কত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে তা নির্দিষ্ট করে কেউ বলতে না পারলেও আয়োজক কমিটির সদস্য শেখ মমতাজ উদ্দিন জানান, প্রায় দুইশত বছর ধরে এই পৌষ মেলা এখানে হয়ে আসছে। তাই বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছর ওই মেলার আয়োজন করা হচ্ছে। দিনে দিনে এ মেলার আয়তন ও লোক সমাগম বাড়ছে বলেও আয়োজকরা দাবি করেছেন। Related posts:শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণনালিতাবাড়ী সীমান্তে ৩ বাংলাদেশী আটকস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেরপুরে শীতার্তদের মাঝে সাবেক এমপি শ্যামলীর কম্বল বিতরণ Post Views: ২২৮ SHARES শেরপুর বিষয়: