শেরপুরে পৌর নির্বাচন ॥ আ’লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে ৮ জনের মনোনয়ন দাখিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ পুরুষ-মহিলা কাউন্সিলর পদে ৭৬ জনের মনোনয়ন দাখিল স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থীসহ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৭ জানুয়ারি রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিন সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। জানা যায়, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার এবং শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, বিএনপির দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ ও দলের বিদ্রোহী প্রার্থী শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান। আরও ৩ স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আতাউর রহমান, আনোয়ার সাদাত সুইট ও আল আমিন। এদের মধ্যে আনোয়ার সাদাত সুইট ও আল আমিনও বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৭৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৫৭ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়ন দাখিল করেছেন। উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে। Related posts:ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যাশেরপুর জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে টিউবওয়েল বিতরণজমে উঠেছে শেরপুরের ঈদ বাজার Post Views: ৩৭২ SHARES শেরপুর বিষয়: