শেরপুর পৌর নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা পেলেন মেয়র প্রার্থী আরিফ রেজা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আরিফ রেজার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন আপিল কর্তৃপক্ষ। ২৩ জানুয়ারি শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই রায় ঘোষণা করেন আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এর আগে ১৯ জানুয়ারি তত্বাবধায়ক সরকারের আমলের মামলার অভিযোগে আরিফ রেজার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। মোঃ আরিফ রেজা শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি। এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা বলেন, আমার নামে তত্বাবধায়ক সরকারের আমলের মিথ্যা মামলা হয়েছিলো তার কোন প্রমাণ না থাকায় সেটি নিষ্পত্তিও হয়েছিলো। কিন্তু শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী স্বরযন্ত্র করে নির্বাচন কমিশনে অভিযোগ জানান। পরে আপিলের মাধ্যমে আমার প্রার্থীতা ফিরে পেয়েছি। ওইসময় তিনি পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং তিনি আশা করেন সুষ্ঠ নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন। Related posts:অলিম্পিকে সুযোগ পাওয়া শেরপুরের সন্তান এ্যাথলেট জহিরকে সংবর্ধনা দিল জেলা প্রশাসনঝিনাইগাতীতে কর্মহীনদের জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণপৌর এলাকার ৭৫০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফ Post Views: ৪৭৮ SHARES শেরপুর বিষয়: