শ্রীবরদীতে অটোবাইকের চাকার নিচে পড়ে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারি চালিত অটোবাইকের চাকার নিচে পড়ে আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের লংগড়পাড়া এলাকায় সজুব সাথী স্কুলের সামনে ওই ঘটনা ঘটে। নিহত আশা মনি আবুয়ারপাড়াড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। ওই ঘটনায় অটোবাইক চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশা মনি মায়ের সাথে লংগড়পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি বেটারি চালিত অটোবাইক আশা মনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আশা মনি। পরে আশাপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরই ওই অটোবাইকের চালক খড়িয়াকাজীরচর এলাকার লাল মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় লোকজন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই খোরশেদ আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। Related posts:ঝিনাইগাতীতে ২৫০ পরিবার পেল খাদ্যসামগ্রীনালিতাবাড়ীতে র্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১২টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস Post Views: ৩৭১ SHARES শেরপুর বিষয়: