শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। ৪ জানুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে খোশালপুর চড়িয়াপাড়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। ওইসময় ইউএনও নিলুফা আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবো। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা তাদের জন্য সাহায্যের হাত বাড়ালে কেউ আর নিজেকে অসহায় ভাববে না। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, খোশালপুর চড়িয়াপাড়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রউফ প্রমুখ। এসময় ওই বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। Related posts:মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে ৫০ ভূমিহীন পরিবার পাচ্ছে পাকা ঘরঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুল পেলেন অটোরিকশামুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশন... Post Views: ২৬৪ SHARES শেরপুর বিষয়: