সোনার দাম কমলো ভরিতে দুই হাজার টাকা প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ অনলাইন ডেস্ক : দাম বাড়ানোর এক সপ্তাহ পরই সোনার দাম প্রতি ভরিতে প্রায় দুই হাজার টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামী ১৩ জানুয়ারি থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বাজুস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দরের উত্থান-পতন সত্ত্বেও ব্যবসার অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৪ হাজার ৬৫০ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ৫০০ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হয়েছে। Related posts:চামড়া নিয়ে চাঁদাবাজি বরদাশত করা হবে না : আইজিপিসমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়শেয়ার বিক্রি ও ইজারা দেওয়ার বিধান রেখে বিআরটিসি বিল পাস Post Views: ১৬ SHARES জাতীয় বিষয়: