ঝিনাইগাতীতে কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা’র শুভ উদ্বোধন প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা’র শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী রবিবার দুপুরে হাতীবান্দা ইউনিয়নের তেতুলতলা বাজার ফিডার রোড সংলগ্ন মালিঝিকান্দা জামিয়া আরাবিয়া হাবিবিয়া মাদ্রাসা’র মুহতামিম মুফতি মোঃ সোলায়মানের সভাপতিত্বে ও মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডাঃ সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, টপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ও শেরপুর জেলার অতি পরিচিত ডাঃ এটিএম মামুন জোস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইকরা তালিমুল কুরআন বোর্ড এর মহাসচিব হাফেজ হযরত মাওলানা মোঃ আশ্রাফুল ইসলাম, ঘাগড়া দক্ষিনপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক বিএসসি, লয়খা কিরাতুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হযরত মাওলানা ছিদ্দিক আহমদসহ আরো অনেকেই। দোয়া মাহফিল অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, তিনানী বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ সুরুজ্জামান। উক্ত মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি ডাঃ সাইফুল ইসলাম তার বক্তব্যে জানান, তাদের নিজস্ব জায়গায় তার পিতার নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে। এলাকাবাসীদের জন্য দ্বীনি শিক্ষা গ্রহণে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হলো। মাদ্রাসা পরিচালনার জন্য এলাকারাবাসীর সার্বিক সহযোগিতা চান তিনি। Related posts:শেরপুরে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধনফ্রান্সে মহানবী (সা.) কে কটাক্ষ করার প্রতিবাদে ঝিনাইগাতীতে তৌহিদী জনতার বিক্ষোভশেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ জনসচেতনতামুলক সেমিনার Post Views: ২৯ SHARES শেরপুর বিষয়: