শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জেলা কার্যালয়ের জমির দখল হস্তান্তর ও চেক বিতরণ

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলা শহরের উপকণ্ঠে পৌরসভার নবীনগর মহল্লার শেরপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর শেরপুর জেলা কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত ৬০ শতাংশ জমির দখল হস্তান্তর ও জমি দাতাদের মাঝে ২৫ জানুয়ারি সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা থেকে তিনজন জমি দাতাকে ক্ষতিপূরণ বাবদ ওই সব ক্ষতিগ্রস্থদের মাঝে ৭৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শেরপুর পৌরসভার নাগপাড়া মহল্লার বাসিন্দা জমির মালিক শামসুন্নাহার, আনিছ ফাতেমা, আবু হেনা মোঃ মাহবুবুর রহমান তাদের জমির ক্ষতিপূরণ বাবদ আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ৭৮ লাখ টাকার চেক বিতরণ করেন ওই ক্ষতিগ্রস্থ জমির মালিকদের হাতে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৬০ শতাংশ জমির ১১ জন মালিককে ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৪ কোটি টাকার চেক প্রদান করা হবে। এর মধ্যে ওই জমির তিন অংশীদারকে প্রথম পর্যায়ে ৭৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অতিরিক্ত পরিচালক মোঃ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়ের আহমেদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক আলমগীর হোসেন, শেরপুরের উপ-পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, জেলা প্রশাসক কার্যালয়েল সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন, শেরপুর পৌরসভার কাউন্সিলর মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।