ইউপি নির্বাচনে বিএনপি অংশ নেবে না : ফখরুল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১ অনলাইন ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে সব নির্বাচনেই অংশগ্রহণ করা থেকে বিএনপি বিরত থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হলে জানিয়ে দেয়া হবে। এখন পর্যন্ত আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা আর দলগতভাবে যাচ্ছি না। ইউনিয়ন পরিষদে আমাদের দলের কাউকে আর মনোনয়ন দিচ্ছি না।’ Related posts:জিয়ার নাম ইতিহাসের পাতায় খুনি ও বিশ্বাসঘাতক হিসেবেই থাকবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রীবিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা: শেখ হাসিনামির্জা ফখরুল আদালত অবমাননা করেছেন: কাদের Post Views: ৩২৯ SHARES রাজনীতি বিষয়: