জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে নানা কর্মসূচিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শনিবার দিবাগত রাতে শহরের দয়াময়ী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে একুশের প্রথম প্রহরের অনুষ্ঠানমালা শুরু হয়। সুর্যোদয়েরসাথে সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপির নেতৃত্ব কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবি সমিতি, জেলা বিএনপি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহিদ বেদীতে হাজার হাজার নারী, পুরুষ ও স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের ঢল নামে জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে। Related posts:খুলনায় সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধনময়মনসিংহে ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যুকাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এএসআইসহ নিহত ৩ Post Views: ২৮৮ SHARES সারা বাংলা বিষয়: