ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে ও বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর লিনা জাম্বিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ মাজেদুর রহমান। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, বিংস প্রজেক্ট এর হেলথ প্রজেক্ট অফিসার নাজমুল হোদা, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারাসহ উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে গত ৩ বছরের পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয়। Related posts:শ্রীবরদীতে প্রেমিকার বাড়ির লোকজনের হামলায় যুবক নিহতশেরপুরে জেলা পুলিশের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনশ্রীবরদীতে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Post Views: ২২৪ SHARES শেরপুর বিষয়: