নকলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ নকলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার কবুতরমারী এলাকালায় ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার কবুতরমারী পূর্বপাড়ার পারিবারিক কবরস্থানের পাশে গাছের ডালের সাথে রশি দিয়ে অজ্ঞাত এক যুবককে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের শার্টের পকেটে থাকা মোবাইল দিয়ে কয়েকটি নাম্বারে ফোন দিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। সে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার কাজিয়ারচর এলাকার ইমান আলীর ছেলে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতনকলায় ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেলো ৯ শিশু !!শেরপুরে সরকারি শিশু পরিবারের সাথে জেলা প্রশাসনের ইফতার মাহফিল Post Views: ২৭৮ SHARES শেরপুর বিষয়: