নালিতাবাড়ীর পোড়াগাঁও গ্রামের ডালিম মিয়া পেল হুইল চেয়ার উপহার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুর ৩৬০° ডিগ্রি ফেসবুক পেইজ পোষ্ট এর মাধ্যমে রক্তসৈনিক শেরপুর জেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম পাপ্পু’র অর্থায়নে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পুরাগাঁও ইউনিয়নের পুরাগাঁও গ্রামের সেলিম মিয়া (ডালিম) উপহার পেল হুইল চেয়ার। ৬ ফেব্রুয়ারি শনিবার রক্তসৈনিক শেরপুরের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম পাপ্পু’র অর্থয়ানে সমাজ কর্মী নুরুল আমিনের সহযোগিতায় ওই হুইল চেয়ার উপহার দেওয়া হয়। ওইসময় উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক কারিমুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক শোয়াইব রহমান, মোঃ বট্রু মিয়া, মোঃ আমিনুল ইসলাম, শাওন আহমেদ, রিজভী আহমেদ, রাহাত মাহমুদ প্রমুখ। Related posts:শেরপুরে লকডাউন কার্যকরে কঠোর জেলা প্রশাসন ॥ ১৭৬টি অভিযানে ৫২ হাজার টাকা জরিমানানালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘরবাড়ি তছনছশ্রীবরদীতে পানিতে ডুবে কৃষকের মৃত্যু Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: