ভীষণ মিস করি আপনাকে : শাকিব খান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১ অনলাইন ডেস্ক : মৃত্যুবার্ষিকীতে মান্নাকে স্মরণ করলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তিনি মান্না না থাকার অভাববোধ করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, ‘আপনি ছিলেন আনপ্যারালাল। আপনার কাজগুলোতে আলাদা স্বকীয়তা ছিল। ভীষণ মিস করি আপনাকে। ১৩তম মৃত্যুবার্ষিকীতে আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’ চলচ্চিত্রে একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন মান্না-শাকিব। উল্লেখ্য, নায়ক মান্না ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি অকালে পাড়ি জমান না ফেরার দেশে। Related posts:ভোটের লড়াইয়ে তারকারা: নূর-ফেরদৌসের বাজিমাত, হারলেন মমতাজ-মাহিটাইগার-দিশার সম্পর্কে ভাঙনের সুরভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমায় হৃত্বিক-দীপিকা Post Views: ৩৪০ SHARES বিনোদন বিষয়: