শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। রাত ১২.০১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ,পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতঝিনাইগাতীতে গন্ধগোকুল ও ঘুঘু পাখি অবমুক্ত করলেন বন্য প্রাণী সংরক্ষণ বিভাগঝিনাইগাতীর গজনী মিনি চিড়িয়াখানায় অভিযান, ৭ প্রজাতির ১৭টি বন্যপ্রাণী উদ্ধার Post Views: ২৮০ SHARES শেরপুর বিষয়: