শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর পুষ্পস্তবক অর্পণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ স্টাফ রিপোর্টার : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শেরপুর জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর পক্ষ হতে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ওইসময় জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী কাজী মোনালিসা মারিয়াসহ পুনাকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। রাত ১২.০১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ,পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এছাড়া পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার-১শেরপুরে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালাশেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা Post Views: ২৯৫ SHARES শেরপুর বিষয়: