শেরপুরে চামচ প্রতীকের মেয়রপ্রার্থী আরিফ রেজার বিশাল মটরসাইকেল শোডাউন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা মোঃ আরিফ রেজার চামচ প্রতীকের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের প্রধান সড়ক হয়ে নবীনগর, অষ্টমীতলা, চকপাঠক, থানা মোড়, নিউ মার্কেট, কলেজ মোড়, বাস টার্মিনাল, খোয়ারপাড়, গৌরীপুর, বটতলা মোড়, শেখহাটি ও দিঘারপাড় মহল্লায় প্রায় দুই হাজার মটর সাইকেল ও ৩ শতাধিক অটো রিক্সা নিয়ে ওই শোডাউন অনুষ্ঠিত হয়। ওইসময় মটর সাইকেল শোডাউনে জলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক হোসেন আলী, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ফখরুল হাসান, সম্পাদক মঞ্জুরুল হোসেন মঞ্জুসহ বিপুল সংখ্যক চামচ মার্কার সমর্থক অংশ নেন। Related posts:ঝিনাইগাতীতে ছাত্রলীগ নেতা মুশফিক নাইম আকিফের উদ্যোগে ইফতার বিতরণশেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি ॥ শেরপুর-জামালপুর মহাসড়ক পানির নিচেনালিতাবাড়ীতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত Post Views: ৪৪৮ SHARES Uncategorized বিষয়: