শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা যুব মহিলা লীগ। ওইসময় জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। Related posts:আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকম পরিবারের শ্রদ্ধানালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশেরপুরের ৭৪টি গীর্জায় বড়দিন পালিত Post Views: ২৭০ SHARES শেরপুর বিষয়: