শেরপুরে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের ৩দিনের প্রশিক্ষণ শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১ হারুন অর রশিদ দুদু : প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে শেরপুর জেলার সাংবাদিকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী ও নকলা উপজেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ (তুলশীমালায়) উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন, শেরপুর প্রেসক্লাব এর সভাপতি শরিফুর রহমান। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ শফিউল ইসলাম এবং বুনিয়াদি প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, পিআইবির প্রশিক্ষক শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। উল্লেখ্য, ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী ও নকলা উপজেলার ৩৫ জন সাংবাদিকদের প্রশিক্ষন প্রথম ব্যাচে শুরু হয়েছে দ্বিতীয় ব্যাচে শেরপুর সদরে আরো ৭০ জন সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানা গেছে। Related posts:ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধননকলা মুক্ত দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভানালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার Post Views: ২৯৩ SHARES শেরপুর বিষয়: