শেরপুরে বহুমুখী পাটপণ্য তৈরি ও বিপণন বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে বহুমুখী পাটপণ্য তৈরি ও বিপণন বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সদর উপজেলা পরিষদের কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত ওই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জোয়াহের আলী মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান। যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় বেসরকারি ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান রূপান্তর ম্যানুফ্যাকচারিং এই প্রশিক্ষণের আয়োজন করেছে। অনুষ্ঠানে রূপান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডলি খানম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জোয়াহের আলী মিয়া বলেন, দেশে-বিদেশে বাংলাদেশের সোনালী আঁশ পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তেমনি পাট দিয়ে তৈরি পণ্য বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। তাই ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানগুলোকে পাট দিয়ে তৈরি পণ্য উৎপাদনে আরও এগিয়ে আসতে হবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন রূপান্তর ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল্লাহ। প্রশিক্ষণে ২৫ জন দুস্থ নারী অংশ গ্রহণ করছেন। Related posts:শেরপুরে করোনা সংক্রমণ রোধে নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন স্থানীয়রাশ্রীবরদীতে যুবলীগের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনশেরপুরে নানা আয়োজনে যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ২০৯ SHARES শেরপুর বিষয়: