শেরপুরে সংবাদ সংগ্রহকালে দূর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত, আটক ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দূর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এস এম জুবায়ের দীপ গুরুতর আহত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি সোমবার রাতে শেরপুর পৌর শহরের পূর্ব শেরী এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে তিন জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা। এসময় তার মোবাইল ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন কর্মরত অন্য সাংবাদিকরা। Related posts:শ্যামলবাংলা২৪ডটকম’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণাশেরপুরে পৌর এলাকার ৩০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে শ্রমিক নেতা আরিফের খাদ্য সামগ্রী বিতরণ Post Views: ১৯৪ SHARES শেরপুর বিষয়: