জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে নানা কর্মসূচিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শনিবার দিবাগত রাতে শহরের দয়াময়ী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে একুশের প্রথম প্রহরের অনুষ্ঠানমালা শুরু হয়। সুর্যোদয়েরসাথে সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপির নেতৃত্ব কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবি সমিতি, জেলা বিএনপি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহিদ বেদীতে হাজার হাজার নারী, পুরুষ ও স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের ঢল নামে জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে। Related posts:জামালপুর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনজামালপুরে সিডস এর আত্মনির্ভরশীল দল গঠন বিষয়ক প্রশিক্ষণজামালপুর মেলান্দহে ভুয়া ৫ সাংবাদিক আটক Post Views: ২০ SHARES সারা বাংলা বিষয়: