এসবি প্রধান হলেন মনিরুল ইসলাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ অনলাইন ডেস্ক : পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম। ১৪ মার্চ রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এসবি প্রধান করা হয়। মনিরুল ইসলাম ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে তিনি উপ-কমিশনার (গোয়েন্দা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন। এরপর যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে কাজ করেছেন। জঙ্গিবাদ দমনে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন। সিটিটিসি ইউনিট গঠনেও মূল ভূমিকা পালন করেন মনিরুল। Related posts:২২ পুলিশ সুপার পদে রদবদলর্যাবের নতুন মুখপাত্র মুনীম ফেরদৌসইংরেজী নববর্ষ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি Post Views: ২৪৬ SHARES জাতীয় বিষয়: