করোনার ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বোন শেখ রেহানা। করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে এ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেন শেখ রেহানা। গত ২৭ জানুয়ারি দেশে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সেদিন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম ভ্যাকসিন নেন। ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। Related posts:ঢাবি ছাত্রলীগের ১৮ হল কমিটির নেতৃত্বে যারা৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদিদরিদ্র শিক্ষার্থীদের মোবাইল কিনতে টাকা দেবে সরকার Post Views: ৩৮৪ SHARES জাতীয় বিষয়: