কোম্পানীগঞ্জে ও বসুরহাটে অতিরিক্ত তিনশ পুলিশ মোতায়েন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১ অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও বসুরহাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে থানার নিয়মিত পুলিশের বাইরে আরও তিনশত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি এর সত্যতা নিশ্চিত করে জানান, তিন শিফটে তিনশত পুলিশ মাঠে কাজ করবে। রাঙ্গামাটি থেকে এই অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এছাড়া র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশের দায়ের করা মামলায় মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান বাদী হয়ে থানায় আরও একটি মামলা দাখিল করেছেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ৯৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া পৌরসভার কর্মচারী নুর নবী স্বপনও বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বুধবার রাত ১২টায় ১৪৪ ধারা জারি শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বসুরহাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। যানবাহন চলাচলও স্বাভাবিক আছে। তারপরও মানুষের মুখে রয়েছে উৎকণ্ঠার ছাপ। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব। সাধারণ মানুষের দাবি, তারা এ অস্থিরতা থেকে মুক্ত হতে চান। রাজনৈতিক এ অস্থিরতার লাগাম আর বাড়তে দেয়া যায় না। আর কোনো প্রাণহানির মতো ঘটনা যেন না ঘটে এজন্য প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন জানান, ১৪৪ ধারা জারি শেষ হলেও কাউকে অনুমতি ছাড়া সভা সমাবেশ করতে দেয়া হবে না। আমরা আরও কঠিন ও কঠোর অবস্থানে আছি। Related posts:বরিশালে গুলিবর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি আ.লীগেরনেত্রকোনায় মহান বিজয় দিবসে কুচকাওয়াজ প্রদর্শনশেরপুরের শিশু ধর্ষণ মামলার আসামি ময়মনসিংহে গ্রেফতার Post Views: ২৮০ SHARES সারা বাংলা বিষয়: