জামালপুরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌরসভার রশিদপুরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পেট্রলের ড্রামে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে শিপ্রা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হওয়া ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দল। রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ওই গৃহবধূর টিনের ভাড়া বাসার রান্নাঘরে আগুন লেগে থাকার ঘরসহ সমস্ত আসবাব ভস্মীভূত হয়। ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়া রশিদপুর বাজারে মনিহারি দোকানে খুচরা পেট্রল বিক্রি করতেন। সেই পেট্রলের কয়েকটি ছোট ড্রাম রান্নাঘরে মজুদ ছিল। তারা স্বামী-স্ত্রী ও চার বছরের কন্যা সন্তান নিয়ে এক বছর ধরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে স্বামী-স্ত্রী রান্না করতে যান। তাদের একমাত্র কন্যা সন্তান পাশের দাদাবাড়িতে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে পাশে মজুদ রাখা পেট্রলের ড্রামে আগুন লেগে রান্নাঘর লাগোয়া থাকার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ওই গৃহবধূ। আংশিক দগ্ধ হওয়া ওই গৃহবধূর স্বামীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জামালপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আ. রাজ্জাক জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন রান্নাঘরে মজুদ রাখা পেট্রলের ড্রামে লাগলে মুহূর্তেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। Related posts:শাহজাদপুরে আ.লীগ নেতা রাজিব শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধননালিতাবাড়ীতে বিনা মূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ঔষধ বিতরণশরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৪, পিটুনিতে নিহত ২ Post Views: ৩২২ SHARES সারা বাংলা বিষয়: