জামালপুরে ক্লাস চালু রাখায় সৃষ্টি স্কুলকে ৬৫ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস চালু রাখায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ মার্চ) সকালে শহরের কলেজ রোডের ওই স্কুলকে এই জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন। তিনি জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে জামালপুর শহরে গোপনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে, এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা করে জরিমানার সমস্ত টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। Related posts:মেলান্দহে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যুসিলেটে কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টাকুমিল্লায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার Post Views: ৪৬১ SHARES সারা বাংলা বিষয়: