জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে জমি নিয়ে দ্বন্দ্বে পিতাকে মারধর করে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ১৪ মার্চ রবিবার দুপুরে জামালপুর দায়রা জজ আদালতে সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর গ্রামে পিতা ইমান আলীর (৮০) সাথে জমিজমার অংশ নিয়ে দ্বিতীয় পুত্র সবুজ মিয়ার (৪১) দীর্ঘদিন ধরে সাংসারিক দ্বন্দ্ব চলছিল। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমান আলী বাড়ির অদূরে জমিজমা দেখতে গেলে সবুজ মিয়া সেখানে গিয়ে জমি লিখে দিতে চাপ দেন। জীবদ্দশায় জমি লিখে দিতে অস্বীকার করলে পিতাকে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয় ওই পুত্র। আর্ত চিৎকার শোনে বড়পুত্র বাদল মিয়া স্থানীয়দের সহযোগিতায় পিতাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাবার পথে মৃত্যু হয়। এ ঘটনায় বড়পুত্র বাদল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সবুজ মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিবাদী পক্ষ সমর্থন করেন এড; আশরাফুল আলম সোহাগ। Related posts:জামালপুরে জাহানারা লতিফ মহিলা কলেজের রজতজয়ন্তী উদযাপিতরাজাবাবুর ওজন ৩৮ মণরাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার Post Views: ২৬৫ SHARES সারা বাংলা বিষয়: