জামালপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর শহরের মনিরাজপুর এলাকায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ মার্চ মঙ্গলবার সকালে পৌর শহরের মনিরাজপুর এলাকা থেকে ওই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সামিয়া নামের ওই স্কুলছাত্রী জামালপুর শহরের পাথালিয়া এলাকার সফুর মিয়ার মেয়ে। সে শহরের হযরত শাহজামাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। জামালপুর সদর থানার ওসি মো.রেজাউল করিম খান জানান, ওই শিক্ষার্থী গত কয়েক মাস ধরে তার খালার বাড়ি শহরের ফুলবাড়িয়া মুন্সি বাড়ি এলাকায় থাকতো। সোমবার বিকেলে খালার বাড়ি থেকে ওষুধ কেনার কথা বলে বের হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শহরের মনিরাজপুর এলাকায় একটি গাছে তার লাশ ঝুলতে দেখে। তিনি আরো জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রেম ঘটিত ব্যাপারে তাকে হত্যা করে, লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার৪ সেপ্টেম্বর থেকে রাজশাহী-রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটআমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে : গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর Post Views: ২৮১ SHARES সারা বাংলা বিষয়: