ঝিনাইগাতীতে নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশং সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ২৩ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন প্রধান অতিথি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঝিনাইগাতী উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনার আল্লাহ আনোয়ারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম মেহেদী, মতিউর রহমান, আবুল কালাম, হাসানুজ্জামান, ফখরুজ্জামান প্রমুখ। সচেতনতামূলক ওই সভা শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। Related posts:নকলায় ট্রাকচাপায় শ্রমিক নিহতঝিনাইগাতীতে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা চেয়ারম্যান নাইমঝিনাইগাতীতে রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ Post Views: ২০৮ SHARES শেরপুর বিষয়: