ঝিনাইগাতীতে পুলিশের আনন্দ উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের সভাপতিত্বে কেক কাটার মধ্য দিয়ে ৭ মার্চ রবিবার বিকেলে থানা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (প্রবি) স্নেহাশীষ কুমার দাস। অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার সকল পুলিশ অফিসার, পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বন কর্মকর্তা বরখাস্তশেরপুরে নারীদের মাঝে ‘হার পাওয়ার’ প্রকল্পের ল্যাপটপ বিতরণশ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ ২ ভাই আটক Post Views: ৩৯৩ SHARES শেরপুর বিষয়: