ঝিনাইগাতীতে মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১ হারুন অর রশিদ দুদু : “সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করি” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৪ মার্চ বুধবার মোবাইল কোর্ট এর মাধ্যমে ২২ জনকে ৩ হাজার ৭০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনার সময় এসিল্যান্ড জয়নাল আবেদীন ২০০ জন মানুষের মাঝে বিনামূূল্যে মাস্ক বিতরণ করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল মোন্নাফসহ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। এ প্রসঙ্গে এসিল্যান্ড জয়নাল আবেদীন বলেন, করোনা ২য় ধাপ ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রামের সাধারন মানুষ এ ব্যাপারে খুবই উদাসীন। এসময় তিনি নিজ উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষদের হাতে মাস্ক তুলে দেন। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে সংবাদ প্রকাশের পর ১৩ মাসেই ভেঙে যাওয়া বক্স কালভার্ট পরিদর্শনশেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণঝিনাইগাতীতে বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন উদ্বোধন Post Views: ২১২ SHARES শেরপুর বিষয়: