নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১ সদ্য যোগদানকৃত সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার : শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও সদ্য যোগদানকৃত নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীনকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। ৮ মার্চ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। ওইসময় তিনি বলেন, জাহাঙ্গীর আলস দীর্ঘ সময় নালিতাবাড়ী সার্কেল অফিসার হিসেবে অত্যন্ত সুনামের সাথে চাকরি করে আমাদের মাঝখান থেকে বদলিজনিত কারণে বিদায় নিলেন। তিনি তার নতুন কর্মস্থলে আরও ভালো সেবা দেবেন এবং জীবনের বাকিটা সময় যেনো সুস্থ-সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে কাটাতে পারেন- সেই প্রত্যাশা রইলো। সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, দু’জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী মিয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে শেরপুর জেলার ৫ টি থানাকে দুই ভাগে ভাগ করে শেরপুর সদর ও নকলা থানা নিয়ে শেরপুর সদর সার্কেল এবং শ্রীবরদী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানা নিয়ে নালিতাবাড়ী সার্কেল গঠিত হয়। ২০১৭ সালের ৮ জানুয়ারি থেকে নালিতাবাড়ী সার্কেলের কার্যক্রম চলমান রয়েছে। শুরু থেকেই জাহাঙ্গীর আলম নালিতাবাড়ী সার্কেলের দায়িত্বে ছিলেন। তিনি তার চাকরি জীবনে ডজনখানের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন ইউনিটে অত্যন্ত সুনামের সাথে চাকরি করেছেন। Related posts:নকলায় অন্তঃসত্ত্বা সতিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর গ্রেপ্তারশেরপুরে রাতের বেলায় শহর ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক এমপি শ্যামলীঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত Post Views: ৪৪৬ SHARES শেরপুর বিষয়: