প্রেমিকের খোজে ভারত গিয়ে ধরা পড়লো তরুণী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১ জামালপুর প্রতিনিধি : প্রেমের টানে ভারতে যাওয়া ৭ম শ্রেনী পড়ুয়া তরুনীকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই তরুণী দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের মিষ্টার আলীর কন্যা। ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পারিবারের কাছে ফেরত দেয় তরুনীকে। স্থানীয়দের বরাত দিয়ে ৩৫ রাইফেলস ব্যাটিলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল মুনতাসীর জানান, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের মিষ্টার আলীর কন্যা মেরিনা বেগম ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এ প্রেমের সম্পর্কের জের ধরে বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। ভারতে প্রবেশের পর তার সন্দেহজনক আচারণে বিএসএফ সদস্যারা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানান তার বাড়ি বাংলাদেশের দেওয়ানগঞ্জের রহিমপুর। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর যোগাযোগের এক পর্যায়ে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সুবেদার আজমল হোসেন মেরিনাকে বকশিগঞ্জ থানা পুলিশের এসআই মোঃ মোন্তাজ আলীর হেফাজতে দিয়েছেন। এ সময় ধানুয়া কামালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষে নেতৃত্বে দেন কোম্পানী কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশল। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:বগুড়ায় শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহতভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনেরতালাক দেয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দিলেন স্বামী Post Views: ৩০৮ SHARES সারা বাংলা বিষয়: