বলিউড সুপারস্টার আমির খান করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১ বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে ভারতে। আর এবার কোভিড-১৯ এর কবলে পড়লেন বলিউড সুপারস্টার আমির খান। হিন্দুস্তান টাইমসে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। আমির খানের মুখপাত্র বলেন, আমির খান করোনা আক্রান্ত। উনি এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। এবং সবরকম নিয়ম মেনে চলছেন। উনি ভালো আছেন। সাম্প্রতিক সময়ে যারা ওনার সংস্পর্শে এসেছে তাদের সকলের উচিত নিজেদের কোয়ারেন্টাইন করা, এবং দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেওয়া। সকলের চিন্তা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। আমির খান তার নতুন চলচ্চিত্র ‘লাল সিংহ চাড্ডা’-র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি ‘লাল সিংহ চাড্ডা’-র বাকি শ্যুটিং শুরু করবেন বলে জানিয়েছে শুধু আমির খানই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন এ তালিকায় রয়েছে রনবীর কাপুর, আশিষ বিদ্যার্থী, গওহর খান প্রমুখ। Related posts:প্রকাশ্যে তিশা-ফারুকীর মেয়ের ছবিএন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রীআরিফিন শুভ’র পাশে দাঁড়ালেন শাকিব খান Post Views: ২৬১ SHARES বিনোদন বিষয়: