মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১ অনলাইন ডেস্ক : জার্মানির একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার সেখানেই তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ৫৬তম জন্মদিন পালন করার মাত্র পাঁচ দিনের মাথায় মারা গেলেন প্রধানমন্ত্রী হামিদ। এরআগে গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হামিদ। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি ছিলেন একজন মহান রাষ্ট্র নায়ক। তরুণদের কাছে এক উদাহরণ এবং অনুকরণীয়। গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে যান প্রধানমন্ত্রী হামিদ। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় জার্মানিতে। সাবেক এই সংবাদ মাধ্যম কর্মী প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও। Related posts:কাবুল বিমানবন্দরের কাছে হুড়োহুড়ি-বিশৃঙ্খলা, নিহত ৭ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘবড় বিপদের মুখে নাজিব রাজাক Post Views: ২৪৫ SHARES আন্তর্জাতিক বিষয়: