মালিঝিকান্দা ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের সংবাদ সম্মেলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় ৮ জন মনোনয়ন প্রত্যাশী ২৪ মার্চ বুধবার এক সংবাদ সম্মেলন করেছেন। জানা যায়, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হকসহ ৯ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তন্মধ্যে মোজাম্মেল হকের বিরুদ্ধে ৮ জন মনোনয়ন প্রত্যাশী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ৮ মনোনয়ন প্রত্যাশীগণ লিখিত বক্তব্যে বলেন, গত ২১ মার্চ মালিঝিকান্দা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। ওই সভার সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ মালিঝিকান্দা ইউনিয়ন শাখার সভাপতি মোজম্মেল হক অন্যান্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, যাদের ৩২ দাঁত জালায়নি তারাও নৌকার মনোনয়ন চায়”। মোজাম্মেল হক এমন কটাক্ষ করে কথা বলায়, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৮ জনের পক্ষে হাজ্জাজ বিন ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন, অন্যান্য মনোনয়ন প্রত্যাশী, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আওয়ামী নেতা ও সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন সবুজ, আওয়ামী নেতা ফরজ উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম। Related posts:শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপারশেরপুরে পৃথক মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছর কারাদণ্ডঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ Post Views: ২১৭ SHARES শেরপুর বিষয়: