লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১ অনলাইন ডেস্ক : দেশে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না।’ ২৪ মার্চ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর ইউএনবির। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা নিলেই যে সংক্রমণ হবে না সেটি ঠিক না। টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাছাড়া এখনও দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘পর্যটন ও বাইরে বেশি বেড়াতে যাওয়ার জন্যই বেশি রোগী বাড়ছে । তাই পর্যটন এলাকা, বিয়ের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল সীমিত করতে হবে।’ পর্যটনের জায়গা থেকে করোনার সংক্রমণ বেশি হচ্ছে, তাই সেগুলো সীমিত করার বিষয়েও জোর দেন মন্ত্রী। জাহিদ মালেক বলেন, ‘করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, সেটি যদি আরও বেশি বাড়তে থাকে তাহলে আমাদের ব্যবস্থাপনাও কুলাবে না।’ Related posts:পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজিবিপদসীমার কাছাকাছি পদ্মার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলকোস্ট গার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক Post Views: ২২৮ SHARES জাতীয় বিষয়: