শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। শিক্ষক নেতা ফরিদ আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি-বেসকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। Related posts:ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদানশেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ Post Views: ২৭৯ SHARES শেরপুর বিষয়: