শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের আনন্দ উৎসব উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের আনন্দ উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রবিবার বিকেলে পৌর শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। Related posts:নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারনকলায় নিজ দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধারনকলায় নিজ বসতঘরে ঝুলছিলো মানুষিক ভারসাম্যহীন যুবকের মরদেহ Post Views: ৩৮৩ SHARES শেরপুর বিষয়: