শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১ স্টাফ রিপোর্টার : ৮ মার্চ সোমবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে শহরের মাধবপুর এলাকায় প্রেসক্লাবের সামনে নারীদের অবস্থান কর্মসূচি পিতা ও স্বামীর সম্পত্তিতে হিন্দু নারীদের উত্তরাধিকার দাবিসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধানের দাবি জানানো হয়েছে। সেইসাথে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। ‘নারীর বিকাশ ক্ষমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার, নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করি, সমতার ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গড়ি’-শ্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে। জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ। এছাড়া প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, আইইডি’র ব্যবস্থাপক মানিক পাল, নারী রক্তদান সংস্থার তিথী নন্দী, নাইমা বেগম, সাবেক নারী কাউন্সিলর মাহমুদা খানম ডলি, নৃ-জাতিগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, আবৃত্তিকার শ্যামলী মালাকার, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ওই নারী সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), ইয়্যুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন, শেরপুর আদিবাসী উন্নয়ন সংস্থা, বাংলাদেশ দলিত বঞ্চিত অধিকার আন্দোলন নেতৃবৃন্দ। পরে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে গিয়ে শেষ হয়। শতাধিক নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এদিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Related posts:শেরপুরে সামাজিক সংগঠন মুক্তি সমাজের উদ্যোগে ইফতার বিতরণঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ২০ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতিঝিনাইগাতীতে জুয়ার আসরে অভিযানকালে পুলিশের ওপর হামলা, আহত ৫ Post Views: ৩৫০ SHARES শেরপুর বিষয়: