শেরপুরে উদীয়মান চাউলকল মিস্ত্রী সঞ্চয় সমিতির বার্ষিক নৈশ ভোজ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা উদীয়মান চাউল কল মিস্ত্রি সঞ্চয় সমিতির বার্ষিক নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সোমবার শহরের ঢাকলহাটী মহল্লায় মাস্টার এন্ড সন্স এ ওই নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, অপরাজিতা শ্যামলী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক-প্রকাশক, নারী শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। নৈশ ভোজ শেষে উদীয়মান চাউল কল মিস্ত্রি সঞ্চয় সমিতির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং তাদের খোজখবর নেন। নৈশভোজে এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর একমাত্র কন্যা আনিসা ফাতেমা সংসদ আদরজান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুকসহ অন্যান্যরা অংশ গ্রহণ করেন। সাবেক এমপি শ্যামলী ওইসময় উদীয়মান চাউল কল মিস্ত্রি সঞ্চয় সমিতির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। Related posts:শেরপুর হেল্পলাইন’র ৫ম বর্ষে পর্দাপণনালিতাবাড়ীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিতঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে চালকের মৃত্যু! Post Views: ২৬২ SHARES শেরপুর বিষয়: